প্রেমের সপ্তাহে বা ভ্যালেন্টাইন’স উইক শেষ হতে চলল। ষষ্ঠ দিন হল কিস ডে। (Image: Reuters) একটা চুমুতে ঘুঁচে যায় সব দূরত্ব। মিটে যায় সব বিবাদ। তাই ভ্যালেন্টাইন’স ডে-র আগের দিনটি হল কিস ডে। (Image: Reuters) চুম্বনের মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের গভীরতা ও প্যাশন। (Image: Reuters) কিস করার সময় যদি নাক ঠেকে যায় বা নাক ঘসেন, তা হলে সেই ধরনের কিস কে বলা হয় এসকিমো কিস। (Image: Reuters) প্যাশন ও রোমান্স বঝানোর কিস হচ্ছে ফ্রেঞ্চ কিস (Image: Reuters) শারীরিক মিলন ইঙ্গিতও করে থাকে এই চুম্বন (Image: Reuters) সম্পর্ক আরও দৃঢ় করে তুলতে সাহায্য করে চুম্বন। (Image: Reuters) একটা ঠোঁটকে স্যান্ডউইচ করে কে কিস করা হয় তাকে বলা হয় সিঙ্গল লিপ কিস (Image: Reuters) আনেক খন ধরে যখন ঠোঁটে চুম্বন করা হয়, তাকে বলা হয় লঁজারি কিস (Image: Reuters) প্রেমের প্রথম স্পর্শ তো চুমু ৷ কখনও চুমুতে শুরু, কখনও চুমুতেই শেষ ৷ (Image: Reuters) ঠোঁটে কিনারে এসে আটকে থাকা কত কথাই তো আছড়ে পড়ে চুমুর মাধ্যমে ৷ (Image: Reuters) প্যাশনের প্রতিটা ফোঁটা চুঁইয়ে নামে, যখন দুটি পাগল মন একে অপরের ঠোঁটে আশ্রয় খুঁজতে চায় (Image: Reuters) প্রেমের ভিজে ভিজে প্রথম চুমুর শুরুর মুহূর্ত থেকে শেষের মধ্যে লেখা হয়ে যায় নাবালক থেকে সাবালক হয়ে ওঠার আখ্যান ৷ (Image: Reuters) চুম্বনই বলে দিতে পারে জীবনের কোন ধাপে দাঁড়িয়ে রয়েছে আপনাদের সম্পর্ক (Image: Reuters)