হৃদয় আমাদের শরীরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। তা সত্ত্বেও আমরা হার্টের স্বাস্থ্য নিয়ে কি যথেষ্ট গুরুত্ব দিই? কিছুটা জেনে-বুঝে আবার কখনও অজান্তেই আমরা হৃদয়কে সেভাবে গুরুত্ব দিই না। শরীরের অন্যান্য অঙ্গের যত্ন নিলেও হৃদযন্ত্র ভালো রাখতে কী করা উচিত তা নিয়ে বেশিরভাগ মানুষেরই কোনও সম্যক ধারণা নেই (Killing Heart Attack Risk)।
দৈনন্দিন জীবনের খারাপ জীবনযাত্রা এবং মানসিক চাপ (Killing Heart Attack Risk) বাড়তে থাকায় হৃদযন্ত্র দুর্বল হতে শুরু করেছে, হয়তো এটাই কারণ যে এক সময় বৃদ্ধ-বয়স্ক লোকেদের প্রাণ কেড়ে নিতো হৃদরোগ, কিন্তু এখন যুবকেরাও এর শিকার হচ্ছেন। এমনকী ২০-২৫-১৮ এমনকী নাবালক দুএকটি হার্ট অ্যাটাকের ঘটনা সামনে এসেছে।
হৃদয়ের স্বাস্থ্য বিষয়ক আলোচনাও জরুরি। কারণ, মুম্বইয়ে গত বছর করোনাতে অতটা মৃত্যু হয়নি, যতটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন লোক। একটি আরটিআই থেকে থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুম্বইয়ের গত বছর জানুয়ারি থেকে জুন এর মধ্যে ১০ হাজার ২৯০ জন করোনায় মৃত্যু হয়েছে। যার মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু সংখ্যা ১৭ হাজার ৮৮০ জন।
২০১৮ তে প্রকাশ্যে আসে আরও একটি সমীক্ষা। তাতে সাইন্স জার্নাল ল্যানসেট ভারতে হার্টের সঙ্গে জড়িত রোগে ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটা পরিসংখ্যান জোগাড় করেছেন। এই জার্নালটিতে দাবি করা হয়েছে, যেমন ১৯৯০ সালে ভারতের হওয়া মোট মৃত্যুর ১৫.২ শতাংশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ছিল, ২০১৬ তে গিয়ে সেই সংখ্যা বেড়ে ২৮.৮% হয়ে গিয়েছে।