

▪️সাফল্য পেতে অনেকেই অনেক পথ বেছে নেন৷ তার মধ্যে যেমন ঈশ্বরকে বিশ্বাস এবং পুজার্চনা থাকে, তেমনই অনেকে ব্যবহার করেন অনেক রকম টোটকা! তবে এমন এক জিনিস রয়েছে যা শাস্ত্রীয় মতে পুজোর সময় ব্যবহার করতে হয় এবং সেগুলি কাছে রাখলে জীবনে উপকার হয়৷ সাফল্য আসে দ্রুত!


▪️পুজোয় ব্যবহৃত এই জিনিস যেটি আপনার ভাগ্য বদলে দেবে, সেটি হল পানপাতা। পানপাতার এই প্রতিকারগুলি পালন করলে আপনার জীবনে কখনও অর্থের অভাব হবে না৷ ফিরবে আপনার ভাগ্য৷ আসুন তাহলে জেনে নেওয়া যাক, পানপাতার প্রতিকার সম্পর্কে কিছু তথ্য যেগুলি পালন করলে আপনার সমস্ত সমস্যা দূর হবে।


▪️ইচ্ছেপূরণ হবে-সমস্ত দেবদেবীর মধ্যে ভগবান শিবকে তুষ্ট করা সবথেকে কঠিন বলে মনে করা হয়৷ তবে যে ব্যক্তি শিবের আশীর্বাদ পেয়েছেন, তার সমস্ত কাজ সফল হয় এবং তিনি তার সমস্ত কাজে জয়ী হন। আপনি যদি শিবের পূজা করেন তাহলে আপনারও সমস্ত ইচ্ছে পূরণ হবে এবং আপনার উপাসনার ফল দ্বিগুণ বেড়ে যাবে। তাই সোমবার দিন আপনি শিবের কাছে পানপাতা অবশ্যই উৎসর্গ করবেন এবং লক্ষ্য রাখবেন যাতে পানপাতায় কোনও ছেদ না থাকে। তাহেল এই পুজোর কোনও ফল আপনি পাবেন না৷


▪️খারাপ নজর দূরে থাকবে-পানপাতা ব্যবহার করে, খারাপ নজর থেকে মুক্তি পেতে পারেন। যে ব্যক্তির ওপর খারাপ নজর পড়েছে সেই ব্যক্তিকে পানপাতার সঙ্গে ৭টি গোলাপের পাতা খাইয়ে দিলে খারাপ নজর কেটে যাবে। খেয়াল রাখবেন পানপাতার মধ্যে কোনও দাগ যেন না থাকে


▪️ব্যবসায় লাভ-ব্যবসায়ে লাভ করতে চাইলে, নিজে স্নান করে সুদ্ধ হয়ে ৫টি এমনি পানপাতা এবং ৮ টি ডগাসহ পানপাতা একসঙ্গে বেঁধে দোকান কিংবা অফিসের পূর্বদিক ঝুলিয়ে দেবেন। এই কাজটি আপনাকে কম করে ৫টা শনিবার করতে হবে। যখন পানাপাতাগুলি শুকিয়ে যাবে তখন পাতাগুলি জলে ভাসিয়ে দেবেন। এমন করলে আপনার অনেক ধনসম্পত্তি হবে এবং আপনার ব্যাবসারও উন্নতি হবে।