

▪️দ্বিতীয়বার মা হতে চলছেন করিনা কাপুর খান৷ তৈমুর পেতে চলছে তার খেলার সাথি! খুব স্বাভাবিক পতৌদি পরিবার ও কাপুর পরিবারে খুশির হাওয়া৷ আপাতত ২ মাস চলছে করিনার৷ আগামী বছর মার্চে ডেলিভারি ডেট দিয়েছেন ডাক্তার৷ বাকি থাকা কিছু কাজ শেষ করেই অভিনেত্রী চলে যাবেন ছুটিতে৷ তবে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার সঙ্গে জুড়ে থাকে কিছু শারীরিক জটিলতা...


▪️সাধারণভাবে অনেক ক্ষেত্রেই প্রথমবার গর্ভে সন্তান ধারণের থেকেও দ্বিতীয়বার সেই প্রক্রিয়ার জটিলতা দেখা দেয়৷ ৯ মাসের এই সময়টা মোটেও সহজ নয়৷ নিঃসন্দেহে এটা খুবই খুশির সময়, তবে শরীরে নানা রকমের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়৷ বিশেষ করে দ্বিতীয়বার সন্তান ধারণে ক্ষেত্রে জটিলতা আরও বাড়ে৷ যে কারণে প্রতিটি ধাপে প্রয়োজন পড়ে চিকিৎসকদের পরামর্শ৷ জেনে নেওয়া যাক কী ধরণের জটিলতা ধরা পড়ে এই দ্বিতীয়বার গর্ভবতীদের৷


▪️প্রথম সন্তান জন্ম দেওয়ার ১৮ মাসের মধ্যে যদি দ্বিতীয় সন্তান গর্ভে আসে, তাহলে সেই সন্তানের প্রিম্যাচিওর বা সময়ের আগে জন্মের সম্ভাবনা বেড়ে যায়৷ একই সঙ্গে মা এবং সন্তানের অপুষ্টিরও সম্ভাবনা থাকে৷ তাই চিকিৎসকদের পরামর্শ মতে প্রথম সন্তানের ২বছরের পরই দ্বিতীয় সন্তান ধারণ করার সঠিক সময়৷


▪️তবে প্রথম সন্তান যদি সিজার বা অস্ত্রোপচার করে জন্ম হয়, তাহলে সময়টা আরও বেড়ে যায়৷ সেক্ষেত্রে অন্তত ৩ বছর পর আবার প্রেগন্যান্ট হওয়া উচিৎ৷ দ্বিতীয় সন্তান জন্মের ক্ষেত্রেও সিজার বা অস্ত্রোপচার করার পথ বেছে নেওয়া উচিৎ, যদি আগের অস্ত্রোপচারটি লম্বালম্বি হয়৷ না হলে আগের এই কাটা দাগ চিরে যাওয়ার আশঙ্কা থেকে যায়৷


▪️গর্ভাবস্থায় প্রিক্যাম্পসিয়া বা এক ধরণের শারীরিক জটিলতা দেখা দেয়৷ যার জন্য রক্তচাপ বৃদ্ধি পায়, তলপেটে ব্যাথা অনুভূত হয়, নিঃশ্বাসের সমস্যা হয়, মাথা ঝিমঝিম করে এবং মাথা ব্যাথাও হয়৷ গর্ভাবস্থায় সঠিক সময় এর চিকিৎসা না হলে, এর থেকে মাল্টিপিল অরগ্যান ফেলিওর বা শরীরের নানা অংশের ক্ষতি হতে পারে৷


▪️মূলত প্রেগন্যান্সির ২০ সপ্তাহে এই জটিলতা দেখা দিতে পারে৷ প্রথম সন্তান জন্মের সময় যদি এই সমস্যা থাকে, তাহলে দ্বিতীয় সন্তান জন্মের ক্ষেত্রে এটা আরও বেশি হওয়ার আশঙ্কা থাকে৷ তাই প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নিতে হয়৷