

Netflix-এ যদি আপনি আওয়ার প্ল্যানেট (Our Planet) সিরিজটি দেখে থাকেন, তাহলে এটাও বুঝতে পেরেছেন আমাদের নানা বাঁধনহীন কাজকর্মের জন্য সঙ্কটে পড়েছে পোলার বা মেরু অঞ্চলের বাসিন্দারা।


আজ অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক পোলার বিয়ার ডে। এই দিনটি বিশেষ করে পালন করা হয় এটা বোঝার জন্য যে কী ভাবে মানুষের কার্যকলাপের দ্বারা বিঘ্নিত হচ্ছে এই বিশালকায় প্রাণীর জীবনযাপন। এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে সচেতনতা প্রচার করা হয়। পোলার বিয়ার ক্রমাগত সংঘর্ষ করে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে। তাই আমাদের উচিৎ নিজেদের কার্বন ফুট প্রিন্ট কমিয়ে এই প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করা এবং বিলুপ্ত হয়ে যাওয়া থেকে বাঁচানো।


১৯৯৪ সালে তৈরি হয় পোলার বিয়ার আন্তর্জাতিক সংস্থা। তাঁরাই এই দিনটি পালনের সিদ্ধান্ত নেন। এই সংস্থার মতে বছরের এই সময় বেছে নেওয়া হয়েছে কারণ এই সময়ে মা ও ছানা পোলার বিয়ার নিজেদের গুহায় একান্তে সময় কাটায়। এই দিনটি উদযাপন করার অন্যতম কারণই হল এই ভাবে আর্কটিক অঞ্চলের গুহাবাসী প্রাণীদের বিরক্ত না করা।


প্রতি বছর এই দিনটি পালন করার সময়ে বিশেষ একটি থিম বেছে নেওয়া হয়। এই বছরে আন্তর্জাতিক পোলার বিয়ার ডে’র থিম হল মা ভল্লুক ও ছানা ভল্লুক। এই বছরে সংস্থাটি আরও একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এরা বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহ করছে যাতে একটি টুল ম্যাপ তৈরি করা যায়। যার মাধ্যমে খুঁজে বের করা হবে বিভিন্ন গুহা, যেখানে মা ও তাঁর সন্তানেরা আরাম করে। এই গুহাগুলো খুঁজে পেলে সেখানে কিছু ব্যবস্থা করা হবে যাতে এই প্রাণীদের অকারণে বিরক্ত না করা হয়।


এর আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে বহু প্রাণী। যেমন সাদা গণ্ডার। কিন্তু হাতে এখনও সময় আছে এই পোলার বিয়ারকে বাঁচিয়ে রাখার। যদিও এই প্রাণী তুষার-ঢাকা অঞ্চলে বসবাস করে, কিন্তু তা-ও এদের অভিহিত করা হয় সামুদ্রিক প্রাণী হিসেবে। আসলে এদের ঘন মোটা লোম জল এবং স্থল দুই জায়গাতেই এদের সুরক্ষা দেয়।