ভাত রান্না? এও শিখতে হবে? আসলে বাঙালি মাত্রেই তা সে বিশ্বের দেশেই থাকুন না কেন ভাত প্রধান খাদ্য সেই ভাত। ভাত না খেলে বাঙালিদের অনেকেরই মনে হয় যেন খাওয়াটাই সম্পূর্ণ হল না। যদিও আজকাল অনেকেই মুটিয়ে যাওয়ার ভয়ে ভাত এড়িয়ে চলেন। তবে একথা কে না জানে ভাতেও (Improper way of cooking rice can be Fatal)আছে কিছু অসাধারণ পুষ্টি উপাদান যা শরীরের জন্য উপকারী। এছাড়াও ভাত (Rice Cooking Right Way) থেকে মেলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেড যা শরীরের এনার্জি বাড়ানোর অন্যত্যম উপাদান।
দেখা গিয়েছে, বেশিরভাগ স্থানের চালেই নানা ধরনের কীটনাশক প্রয়োগ করা হয়েছে। আর আর্সেনিক জাতীয় এই কীটনাশক দেওয়া চাল খেলেই জীবনে নেমে আসতে পারে সমূহ বিপদ (Improper way of cooking rice can be Fatal)। শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে সেই চালের ভাত (Rice Cooking Right Way) খেলে যদি না তা নির্দিষ্ট পদ্ধতিতে রান্না কড়া হয়।
গবেষকরা জানিয়েছেন, আর্সেনিকজাতীয় এই রাসায়নিক শরীরে গেলে বিষক্রিয়া ঘটে থাকে। যা সহজে টের পাওয়া যায় না। নিয়মিত শরীরে একটু একটু করে বিষক্রিয়া হওয়ায় দীর্ঘদিন পরে তার প্রভাব বোঝা যায়। দীর্ঘদিন ভাতের (Improper way of cooking rice can be Fatal) মাধ্যমে এই রাসায়নিক শরীরে গেলে তা ক্যানসারের আশঙ্কা বহুগুণে বাড়িয়ে দেয় বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।