দুর্বল মুহূর্তে বরের বন্ধুর সঙ্গে মিলিত হয়েছে শুভশ্রী (নাম পরিবর্তিত) ৷ স্বামীর পাঠিয়েছে ডিভোর্সের নোটিস ৷ এখন কী করবেন তিনি বুঝতে পারছেন না ৷ মনোবিদের কাছে জানতে চাইছেন ৷ সমস্যাগুলো শুনছেন মনোদিব ৷ শুভশ্রীর কথায়...বেশকিছু বছর হয়েছে আমাদের বিয়ের ৷ আমার বর আর্মিতে চাকরি করেন ৷ আমিও সরকারি স্কুলে পড়াই ৷ তাই ওর ঘনঘন বদল হওয়া পোস্টিং-এর সঙ্গে আমি থাকতে পারিনি ৷ আমি চাকরি ছাড়তে চাইনি ৷ এভাবেই আমাদের দিন কেটেছে ৷ Photo Collected
আমার বয়স ২৮ ৷ আমার স্বামীর ৩১ ৷ বছর দুয়েক হয়েছে আমাদের বিয়ের ৷ বছরের বেভিরভাগ সময়ই ও দূরে থাকে ৷ কয়েকমাস অন্তর আমাদের দেখা হয় ৷ ওর যেখানে পোস্টিং সেখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে ৷ মাঝপথে অবশ্য পড়ে ওর এক বন্ধুর বাড়ি ৷ এবারের উইকেন্ডে সেখানেই গিয়েছিলাম আমি ৷ ও এসেছিল ৷ ফোনে কথা, ভিডিও চ্যাট তো হয়, কিন্তু একে অপরকে অনেকদিন না স্পর্শ করে থাকতে পারিনা ৷ Photo Collected
দেখা, কথা, গল্প হল ৷ প্রতিবারই ওর সঙ্গে দেখা হলেই প্রথম দেখার স্মৃতি ফিরে আসে ৷ এরপর সেক্সও হল ৷ একবার নয়, বেশ কয়েকবার ৷ কিন্তু....তারপরই স্বামীর আচরণে কিছুটা হতাশ হন শুভশ্রী ৷ স্বামী তাকে সিরিয়াসলি বলেন তিনি ডিভোর্স চান ৷ মনোদিব জানতে চান যে স্বামীর সঙ্গে কোন মহিলার প্রেম কি টের পেয়েছেন শুভশ্রী ? তেমন কখনও মনে হয়নি জানিয়ে দেন তিনি ৷ কিন্তু এরপরের যে ঘটনা ঘটে তাতেই ঘারড়ে গিয়েছে ২৮ বছরের তরুণী ৷ Photo Collected
তিনি আরও জানিয়েছেন যে স্ট্রেস ও কাজের চাপে অনেক সময় এমন হয় পুরুষদের ৷ তবে পার্টনারের সঙ্গে মিলে এই ব্যাধি দূর করা সম্ভব বলেও শুভশ্রীকে আশ্বাস দিয়েছেন তিনি ৷ তবে যদি শুভশ্রী স্বামীর বন্ধুর সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে স্বামীর ডিভোর্সের প্রস্তাব মেনে নতুন সম্পর্কেও কথা একেবারে উড়িয়ে দিচ্ছেন না মনোবিদ ৷ Photo Collected