

Holi 2021 Hair Care Tips- দোল বা হোলি মানেই রঙের খেলা। তবে এই রঙের উৎসবে মাততে গিয়ে অনেক সময় আমাদের চুলের খুব ক্ষতি হয়ে যায়। যতই প্রাকৃতিক ভাবে রঙ তৈরি হোক না কেন তার কুপ্রভাব চুলে সামান্য হলেও পড়ে। এবছর হোলি ২৯ মার্চ। সেই দিন সকলেই মেতে উঠবে রঙের উৎসবে। তবে তার আগে জেনে নিন কিভাবে চুলকে বাঁচাবেন ক্ষতি হওয়ার হাত থেকে।


রঙ খেলার আগে সবার আগে যা করবেন তা হল ভালো করে চুলে তেল মালিশ করে নিন। তেল চিপচিপে করে রাখুন চুল।


রঙ খেলা হয়ে গেলে ভালো করে শ্যাম্পু করুন। তবে মনে রাখতে হবে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে ভুললে চলবে না। এই দিন কন্ডিশনার মাস্ট। এতে রুক্ষতা আসবে না চুলে।


যদি আপনার অল্পতেই মাথায় র্যাশ বের হয়, সে ক্ষেত্রে বেশি সতর্ক থাকুন। রঙ খেলার আগে চুলের গোড়ায় ভালো করে লেবুর রস লাগান। এবং খেলার পর চুল ধুয়ে ড্রায়ার দিয়ে না শুকিয়ে স্বাভাবিক ভাবে শুকিয়ে নিন।