ঘন ঘন বৃষ্টি ৷ স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ৷ এতে নষ্ট হতে পারে আপনার রান্নাঘরের বিভিন্ন মশলা, সবজি ৷ এই সময় খুব ছত্রাকের উপদ্রব বাড়ে ৷ তাই খাবার নষ্টও হয় ৷ বর্ষায় কীভাবে খেয়াল রাখবেন এইসব জিনিসের, দেখুন ৷ Photo Collected
2/ 6
খবরের কাগজে মুড়ে রাখুন সবজি ৷ সবজিতে থাকা জল শুষে নেবে কাগজ ৷ এরপর সেই খবরের কাগজে মোড়া সবজি রাখুন জিপ-লক ব্যাগে ৷ এতেই সতেজ থাকবে সবজি ৷ Photo Collected
3/ 6
বর্ষার সময় নুন বা চিনিতে জল কেটে যায় ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার ফলে এমন হয় ৷ চিনি বা নুন রাখুন এমন কাঁচের বাক্সে যার মুখ আটকে থাকবে জোড়ালোভাবে ৷ চিনি বা নুনে শুকনো চালও ফেলে রাখতে পারেন ৷ অতিরিক্ত জল টেনে নেবে চাল ৷ Photo Collected
4/ 6
রান্নাঘরের মশলায়ও ছাতা পড়ার সম্ভাবনা তৈরি হয় বর্ষায় ৷ তাই এই সব মশলা মাঝেমাঝে রোদে দিন ৷ পারলে শুকনো কড়ায় হাল্কা নেড়েচেড়েও রাখতে পারেন ৷ এতে ভাল থাকবে মশলা ৷ Photo Collected
5/ 6
চাল, ডাল পারলে রাখুন ফ্রিজে ৷ বা কর্পুর রাখতে পারেন চাল, ডালের মধ্যে ৷ এতে পোকা থাকবে দূরে ৷ Photo Collected
6/ 6
পাউরুটিতে সব থেকে বেশি ছাতা পড়ে, তাই কোন রকম ব্রেড রাখুন ফ্রিজে ৷ আর খাওয়ার সময় অবশ্যই সেঁকে খাবেন ৷ Photo Collected