হ্য়াঁ, একসময় যে আপনার ভাল বন্ধু ছিল, সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। মন খারাপ তো নিশ্চয়ই হবে। কিন্তু বন্ধুত্ব মিটিয়েও তো নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করবেন, তাই তো? একটা ফোন করুন। হয়তো সেও আপনার জন্য় অপেক্ষা করছে। ফোনের মাঝে ইগোকে আসতে দেবেন না। ছোট্ট একটা উপহার নিয়ে তার বাড়ি চলে যান। সে আর অভিমান করে থাকতে পারবে না। তার জন্য় পাঠিয়ে দিন তার পছন্দের খাবার। সঙ্গে একটা ছোট্ট-মিষ্টি ভালবাসার বার্তা। ছোটবেলার গল্পগুলি মনে করুন। তাকেও মনে করান। দেখবেন তার অভিমান গলে জল হয়ে গেছে।