*মেদ জমতে জমতে থুতনির নিচে চর্বির একটা স্তর তৈরি হয়। এটাকেই ডাবল চিন বলে। অনেকেই ডাবল চিনের কারণে খুব সংকোচে থাকেন, ছবি তুলতে লজ্জা পান। কিন্তু চিন্তা নেই, কিছু উপায় রয়েছে যার মাধ্যমে মুখের মেদ কমানো সম্ভব। সাধারণত ওজন বৃদ্ধির কারণেই মুখে ডাবল চিন দেখা যায়। তবে জিনগত বা বার্ধক্যজনিত কারণেও এমনটা হতে পারে। প্রতীকী ছবি সংগৃহীত।
*ডাবল চিন কমাতে মুখের যোগ ব্যায়াম: একে বলে ফেস যোগা। এটা অনেকগুলো ব্যায়ামের সমষ্টি। এই ব্যায়াম মুখের পেশি, ত্বক এবং লিম্ফ্যাটিক সিস্টেমকে উদ্দীপিত করে। যা মুখের মেদ কমিয়ে চিবুককে ধারালো করে তোলে। তবে হ্যাঁ, মুখের চর্বি কমানো একটা কঠিন কাজ। এজন্য ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তবুও মুখের ব্যায়াম পেশিগুলোকে টোন করে এবং চিবুক এবং চোয়ালের অঞ্চলকে ধারালো হতে সাহায্য করে। ফেসিয়াল ম্যাসাজ মুখের ফোলাভাবও কমিয়ে দেয়। প্রতীকী ছবি সংগৃহীত।
*চিন লিফট এক্সারসাইজ: প্রথমে মাথাকে পিছনের দিকে হেলিয়ে দিতে হবে যাতে চিবুক উপরের দিকে অর্থাৎ ছাদের দিকে থাকে। এবার সেলফির পাউটের ভঙ্গিমায় রাখতে হবে দুই ঠোঁট। এবার সামনের জনকে চুমু খাওয়ার মতো ঠোঁট দুটোকে উপরের দিকে তুলতে হবে। এতে ঘাড়ের ত্বক প্রসারিত হয় এবং চোয়ালে চাপ পড়ে। এভাবে ১৫ সেকেন্ড থেকে ফের আগের অবস্থানে ফিরতে হবে। এভাবে প্রতিদিন ৫ থেকে ৭ বার অনুশীলন করতে হবে। প্রতীকী ছবি সংগৃহীত।