দেশজুড়ে মৌসুমী বায়ুর প্রভাব। বিক্ষিপ্তভাবে বৃষ্টি সারা দেশে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি রাজ্যে। উড়িষ্যায় নিম্নচাপ তৈরীর সম্ভাবনা। আর এই নিম্নচাপের প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়৷
2/ 8
কিন্তু বর্ষার জন্য তো আর কাজ থেমে থাকবে না৷ কাজে বের হতে হবেই৷ আর কাচতে হবে রোজকার জামাকাপড়৷ এখানেই শুরু সমস্যা৷ বর্ষাকালে জামাকাপড় কাচা কিন্তু মাথাব্যথার কারণ৷ তবে এই কয়েকটি টিপস মেনে চললে আর চিন্তা নেই৷
3/ 8
এই কয়েকদিন সেই ধরনের জামাই পরুন, যা তাড়াতাড়ি শুকোয়৷ ফলে কাচার পরে জল ঝরিয়ে রাখতে পারবেন৷ তারপরে ঘরেই কোথাও মেলে দিন৷
4/ 8
মোটা পোশাক যেমন জিনস প্রত্যেকদিন কাচার কোনও প্রয়োজন নেই৷
5/ 8
বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তার জল টানার ক্ষমতা কমে যায়, ফলে শুকোতে দেরি হয়।
6/ 8
এখন ঘরে জামা কাপড় শুকনোর স্ট্যান্ড পাওয়া যায়৷ নির্দ্বিধায় সেগুলি ব্যবহার করতে পারেন৷
7/ 8
প্রথমত, খুব ভাল করে নিংড়ে জামাকাপড় মেলবেন । অনেকেই শুধু জল ঝরিয়ে মেলতে দিয়ে দেন । বর্ষাকালে কিন্তু এই কাজটি করলে হবে না ।
8/ 8
চেষ্টা করবেন দড়িতে যখন জামাকাপড় মেলবেন, সেটা হ্যাঙ্গারে মেলতে । এতে পোশাকের দু’টো দিকই সমান ভাবে শুকাতে পারবে ।