দোল তো খেলেছেন চুটিয়ে৷ কিন্তু তারপর বাড়ির হাল দেখে কান্না পাচ্ছে? মেঝে, সোফা, দরজা, জানলা যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই শুধু রং? ঘাবড়ে যাবেন না৷ জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন৷
2/ 7
যদি আবির পড়ে মেঝেতে তাহলে জল দিয়ে পরিষ্কার করবেন না৷ এতে রং বসে যাবে৷ ঝাড়ু দিয়ে শুকনো ঝাঁট দিয়ে দিন৷ শুকনো রং পড়লে সবচেয়ে ভাল হয় যদি তখনই ঝাড়ু দিয়ে দিতে পারেন৷ সম্ভব না হয়ে থাকলে পরে শুকনো ঝাড়ু দিন৷ জল দেবেন না বা ভেজা কাপড় দিয়ে মুছবেন না৷
3/ 7
গোলা রং পড়লেও সঙ্গে সঙ্গে স্পঞ্জ বা কাপড় দিয়ে মুছে ফেলা ভাল৷ তা হয়ে থাকলে পরে কোনও কড়া ডিটারজেন্ট দিয়ে ঘর ধুয়ে পরিষ্কার করতে হবে৷ রং যত বসে যাবে তত তোলা কঠিন হবে৷
4/ 7
মেঝে থেকে ভেজা রং তোলার আরেকটা ভাল উপায় হল বেকিং পাউডার৷ জলে বেকিং পাউডার ঘন করে গুলে সারা মেঝেতে লাগিয়ে রাখুন৷ ভেজা স্পঞ্জ বা ভেজা কাপড় দিয়ে মুছে নিন৷ পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন৷
5/ 7
কাঠের আসবাবে যদি আবির বা শুকনো রং লাগে তাহলে তাড়াতাড়ি ঝেড়ে ফেলুন ঝাড়ু দিয়ে৷ যদি ভেজা রং কাঠে লেগে যায় নেল পলিশ রিমুভার ব্যবহার করুন রং তুলতে৷
6/ 7
সোফা কভার, কুশন, বেডশিট বা পর্দায় রং লাগলে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিন বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন৷ ভুলেও হাত দিয়ে ঝাড়বেন না৷ এতে রং আরও সারা জায়গায় ছড়িয়ে যাবে৷
7/ 7
দরজা বা জানলায় শুকনো আবির বা রং লাগলে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিন৷গোলা রং লাগলে কাচের অংশ লিকুইড ডিটারজেন্ট বা কলিন দিয়ে পরিষ্কার করুন৷ কাঠের অংশের রং তুলতে নেল পলিশ রিমুভার ব্যবহার করুন৷