

প্রতিদিনের ব্যবহারে আপনার ফ্রিজে দুর্গন্ধ হয়ে থাকে ৷ সাধারণত ফ্রিজে খাবার দাবার, কাঁচা সবজি, মিষ্টি, দুধ ও রান্না করা খাবার থাকে ৷ কিছুক্ষণ ফ্রিজ বন্ধ থাকা পরেই দুর্গন্ধ পাওয়া যায় ৷ তবে প্রশ্ন এখন কীভাবে কমবে দুর্গন্ধ ? ফ্রিজের দুর্গন্ধ দূর করতে যে যে পন্থা বেছে নেবেন আপনি ৷ রইল কিছু ঘরোয়া টোটকা ৷ ছবি সংগৃহীত ৷


মাসে একবার ফ্রিজ খালি করে বেকিং সোডা দিয়ে, কাপড় ছেঁড়া দিয়ে মুছতে হবে ৷ ভাল করে ফ্রিজ মোছার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন ৷ ছবি সংগৃহীত ৷


সাদা ভিনিগার অল্প তুলোয় করে নিয়ে সামান্য জল দিয়ে মুছে নিন ভাল করে দুর্গন্ধ দূর হবে ৷ ছবি সংগৃহীত ৷


পাতিলেবু অর্ধেকটা কেটে রেখে দিন ফ্রিজে ৷ দুর্গন্ধ দূর হবে পাতিলেবুর সাইট্রিক অ্যাসিড দুর্গন্ধকারী ছত্রাক ও জীবাণু দূর করে ৷ ফ্রিজের ভিতরে সুগন্ধ বজায় রাখে ৷ ছবি সংগৃহীত ৷


এই ভাবেই আপনার ফ্রিজ সুরক্ষিত রাখতে পারেন যাবতীয় জীবাণুর আক্রমণ থেকে ৷ দূর হবে দুর্গন্ধ, আসবে ফ্রেশনেস ৷ ছবি সংগৃহীত ৷