সকাল সকাল অফিস গিয়ে কাজে বসে যায় অনির্বাণ। মন দিয়ে ঝটপট একের পর এক কাজও সেরে ফেলে সে। কিন্তু তাল কাটে দুপুরে। পেট ভরে খাওয়াদাওয়ার পর যেন আর কিছুতেই চোখ খুলে রাখতে পারে না সে। ডেস্কে বসলেই শুধু হাই ওঠে, ঝিমুনি আসে, ঘুম পায়। কাজের গতি যায় কমে। সমস্যায় পড়ে অনির্বাণ।