*সম্প্রতি সারোগেসি পদ্ধতির সাহায্যে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। জোনাস পরিবারের পক্ষ থেকে প্রিয়াঙ্কা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই কথা জানিয়েছেন। অনুরাগীরা যেন তাঁর এই সুন্দর ব্যক্তিগত মুহূর্তে কৌতূহলের সীমা লঙ্ঘন করে ঢুকে না পড়েন সেই অনুরোধও করেছেন নায়িকা। সংগৃহীত ছবি।
*বলিউডের গণ্ডি ছাড়িয়ে পিগি চপস এখন একজন আন্তর্জাতিক তারকা। অভিনয়, গান বা লেখিকা যে কোনও সত্বাতেই আশ্চর্য রকমের সফলতা পেয়েছেন তিনি। সদ্য মা হওয়া প্রিয়াঙ্কা এই বছরে পা দেবেন চল্লিশে। কিন্তু আজও তিনি সদ্য ফোটা গোলাপের মতো সতেজ ও সুন্দর। কেরিয়ারের হাজার হ্যাপা সামলে কীভাবে তিনি নিজের রূপচর্চার রুটিন মেনে চলেন জেনে নেওয়া যাক। সংগৃহীত ছবি।