

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মুখ ফসকে বলে ফেলা কোনও কথা অন্যকে আঘাত দিতে পারে, তাই আজ সারা দিন যতটা পারেন আবেগ নিয়ন্ত্রণে রাখুন।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। কাজে অনীহা এলে একটু বিশ্রাম নিন, কিন্তু মুষড়ে পড়বেন না। সাফল্য ধরা দিতে চলেছে শীঘ্রই!


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ অন্যদের কাছ থেকে অকারণে কথা শুনতে হতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন, পাল্টা জবাব দেবেন না।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ বাস্তব এবং কল্পনার মাঝে ভারসাম্য না রাখতে পারলে দিনটা ভালো কাটবে না, সেই মতো পদক্ষেপ করুন।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজ অন্যের পাশে থাকার দিন। কারও উপকার করলে ভবিষ্যতে সেটা ফেরত পাবেন।


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ যুক্তি একরকম বলবে, মন বলবে অন্য কথা। দুই ঠিক, অতএব তাল মিলিয়ে চলতে হবে।


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ নানা কারণে দুশ্চিন্তা হতে পারে। অনর্থক উদ্বেগ করবেন না, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। দৌড়ে কেউ আপনার চেয়ে এগিয়ে যেতে পারে। তা বলে ঈর্ষাকে প্রাধান্য দিয়ে সময় খারাপ করবেন না।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কিছু ব্যাপারে জট কাটছে না ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি আপনারই পক্ষে থাকবে। আত্মবিশ্বাস হারাবেন না।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে। নিজের দক্ষতায় আস্থা রাখুন, এটা আপনি পেরিয়ে যেতে পারবেন।


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ নানা কারণে মন চঞ্চল হয়ে উঠতে পারে। অন্যের কথা না শুনে যতটা পারুন নিজেকে সময় দিন।