তখনই কোনও রোগমুক্তি হয় সম্ভব যখন সেই রোগ এক্কেবারে শেকড় থেকে উপড়ে না পেলা সম্ভব হয় ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
ব্লাড সুগার শেষ করার ক্ষেত্রেও ডায়বেটিসে আক্রান্তদের মধ্যেও নানান চিন্তা ভাবনা থাকেব্লাড সুগারকে কীভাবে নিয়ন্ত্রিত করা যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
তবে হ্যাঁ ব্লাড সুগারও নিয়ন্ত্রিত করা সম্ভব ৷ বেশ কিছু প্রাকৃতিক উপদানা আছে যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রিত করে ৷ সেগুলি মেনে চললেই অনেকটাই সুস্থ থাকা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
জামের বীজে এমন কিছু উপাদান থাকে যা ডায়বেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষ ভাবে সাহায্য করবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
জামের বীজ পিষে গুড়ো করে চা করে খেলে সেটি অত্যন্ত পরিমাণে কাজে লাগতে পারে ৷ বা জামের বীজ পিষে গুঁড়ো করে সেই গুঁড়ো জল দিয়ে পান করলে সুগার নিয়ন্ত্রিত করে ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
ডুমুরপাতাও ডায়বেটিসের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারে ৷ খালি পেটে প্রতিদিন সকালে জামপাতা চেবানো যায় সেক্ষেত্রে এটি সুগার নিয়ন্ত্রণে বড় ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
এছাড়াও ডুমুরের পাতা জলে সেদ্ধ করে খেলে কমতে পারে ব্লাড সুগার ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
ডায়বেটিস রোগীদের জন্য মেথি অত্যন্ত উপকারী ৷ যদি ভেবে থাকেন মেথিতে কি ফল পাবেন না না পাবেন না? নিয়মিত রূপে মেথি খেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
চিকিৎসকের পরাপর্শ ছাড়া কোনও রকমের ব্যবহারিক প্রয়োগ করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
Disclaimer:উপরোক্ত সমস্ত তথ্যই ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প হতে পারেনা, ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷