খাওয়াদাওয়া এবং জীবনযাপনের (Food and lifestyle) ক্ষেত্রে কিছু পরিবর্তন করলেই পেটের চর্বি থেকে মু্ক্তি সম্ভব ৷ শরীরচর্চাকে (physical exercise) জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ করে নিন ৷ ঘণ্টার পর ঘণ্টা না খেয়ে বসে থাকবেন না ৷ বরং, সুষম খাবারে পূর্ণ মিলগুলিকে ছোট ছোট অংশে ভাগ করে নিন ৷ পেটের মেদ ঝরিয়ে ফেলার লক্ষ্য নিলে প্রথম থেকেই বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷