

হৃদরোগে আক্রান্ত অনেকেই বলে থাকেন যে সুস্থ হওয়ার পর যৌনজীবনে ছেদ টানলে দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের প্রবণতা কমে যায়। একই কথা বলে থাকেন বিশেষজ্ঞদের একাংশও। কিন্তু নতুন এক গবেষণা বলছে ঠিক এর উল্টো কথা । অর্থাৎ একবার হার্ট অ্যাটাক হওয়ার পর স্বাভাবিক যৌনজীবনে ফিরে গেলে দ্বিতীয়বার অ্যাটাকের সম্ভাবনা কমতে পারে। Representational Image


এ নিয়ে সম্প্রতি ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজির তরফে একটি গবেষণা পত্র প্রকাশ করা হয়েছে। ২০ বছর ধরে গবেষকরা প্রায় ৪৯৫ যুগলের উপর পরীক্ষা চালিয়েছিলেন। সেই সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন গবেষকরা। দেখা গেছে, যাঁরা হার্ট অ্যাটাকের পর নিজেদের স্বাভাবিক যৌনজীবনে ফিরে গিয়েছেন, তাঁদের দ্বিতীয়বার অ্যাটাকের সম্ভাবনা ৩৫ শতাংশ কমে গেছে। এ বিষয়ে ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ারিভ গার্বার জানাচ্ছেন, যৌনতা ও স্বাভাবিক যৌন প্রক্রিয়া যে কারও সুস্থ থাকাই প্রমাণ করে। এ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের পর যৌনজীবনে ফিরে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছের উপর নির্ভর করে। এতে হয়তো তিনি সুস্থ জীবনযাপন করতে পারেন। Representational Image


ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজির তরফে যে গবেষণাটি করা হয়েছে, তাতে প্রথমে ১৯৯২ থেকে ১৯৯৩-এর মধ্যে ৬৫ বছর ও তার কম বয়সী ৪৯৫ জনের উপর পরীক্ষা করা হয়েছে। এঁদের বেশিরভাগই ছিলেন ৫৩ বছর বয়সী। এবং ৯০ শতাংশ পুরুষ। ২২ বছর পর দেখা গিয়েছে যে এঁদের মধ্যে ২১১ জন অর্থাৎ ৪৩ শতাংশ মানুষ মারা গিয়েছেন। তবে এই ২১১ জন শুধুমাত্র হৃদরোগেই মারা যাননি। সমীক্ষা বলছে অন্যান্য শারীরিক সমস্যার জেরেও তাঁদের মৃত্যু হয়েছে। Representational Image


গার্বার আরও জানাচ্ছেন, যারা সহজে সিঁড়ি চড়তে পারছেন বা স্বাভাবিক ভাবে হাঁটা-চলাও করতে পারছেন, তাঁরা চাইলে পুনরায় যৌনজীবন শুরু করতে পারেন। দম্পতির মধ্যে ভালো সম্পর্ক, স্বাভাবিক যৌনজীবনে ফিরে যাওয়ার মনোভাব একজন হৃদরোগে আক্রান্ত রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে। Representational Image