হাইপারেনশন বা উচ্চরক্তচাপে ক্ষতিগ্রস্ত হয় ব্লাড ভেসেল এবং আর্টারি৷ ফলে আর্টারি দ্বার যথেষ্ট রক্ত বাহিত হে পৌঁছতে পারে না পুরুষাঙ্গে৷ এর ফলে পুরুষাঙ্গের পেশি দুর্বল হয়ে পড়ে৷ ফলে সেগুলি রিল্যাক্স করতে পারে না৷ ফলস্বরূপ পুরুষাঙ্গে যথেষ্ট রক্ত পৌঁছতে পারে না৷ অন্তত যে পরিমাণ রক্ত প্রয়োজন লিঙ্গোত্থানের জন্য৷