আবার সাংবাদিকতার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা একই পেশার পাত্র খোঁজেন৷ আবার সব পেশার ক্ষেত্রেই এটা হতে পারে যে, কর্মক্ষেত্রে কারও সঙ্গে প্রেম হয়ে গেল৷ সেখান থেকেই তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন৷ মোদ্দা কথা হল, যে যেমন সে তেমনই পাত্র খোঁজে৷ যেমন একজন বইপ্রেমী আরেকজন বইপ্রেমীকে খোঁজেন, সিনেমাপ্রেমীও তাই৷ কিংবা একজন অন্তর্মুখীন মানুষ কখনওই এক্সট্রোভার্টকে চাইবেন না৷