হোম » ছবি » লাইফস্টাইল » একেবারে প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়বে ৩ গুণ, চেনা এই একটি ফলেই বিছানায় ঝড়

Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

  • 18

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

    আমাদের দেশে যৌনতা শব্দটি নিয়ে এত রাকঢাক করা হয় যে এটি নিয়ে মনের অনেক রকম প্রশ্ন থাকলেও অনেকে বলে উঠতে পারেন না। অত্যধিক কাজের চাপ, টেনশন, ভুল খাদ্যাভাস বা অতিরিক্ত স্মোকিং ড্রিঙ্কিং-এর ফলে বর্তমানে অনেকের যৌন জীবনে কুপ্রভাব পড়ে, এ কথা বলাই বাহুল্য। এর ফলে সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হলেও যেন একটা দূরত্ব থেকেই যায়।

    MORE
    GALLERIES

  • 28

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

    অনেকেই আবার যৌনতার আনন্দ অনুভব করতে ভায়াগ্রা আসক্ত হয়ে পড়েন। কিন্তু আপনি কি জানেন, সম্পূর্ণ প্রাকৃতিক এমন একটি ফল আছে, যা প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে এবং যৌন উত্তেজনা ৩ গুন বাড়িয়ে তোলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

    MORE
    GALLERIES

  • 38

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

    সেই ফলটি হল তরমুজ, যা সহজেই পাওয়া যায়। এবং এই ফলটির মধ্যে লুকিয়ে রয়েছে সুস্থ যৌনতার চাবিকাঠি। যারা যৌন মিলনে ততটাও সক্ষম নন, তাদের জন্য ভীষণ উপকারী ফল এটি। যৌন উত্তেজনা তিন গুণ বাড়িয়ে দিতে পারে এই তরমুজ। তরমুজ আর পাতিলেবুর মিশ্রণ প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে।

    MORE
    GALLERIES

  • 48

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!


    কীভাবে পাবেন তরমুজের এই সুফল? প্রথমে কিছুটা তরমুজ মিক্সারে পেস্ট করে নিন। এরপর ওই তরমুজের রস একটি পাত্রে ঢেলে একটি গোটা পাতিলেবুর রস দিয়ে ফোটাতে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে গেলে সেটি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ভরে দিন। প্রতিদিন সকালে খালি পেটে ও রাত্রে খাবার খাওয়ার আগে দু-চামচ করে খান। ফল পাবেন হাতেনাতে।

    MORE
    GALLERIES

  • 58

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

    আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, তরমুজ নাকি এ ব্যাপারে দারুণ কাজ করে, যৌণশক্তির দিক থেকে অক্ষম বা দুর্বল, তাদের সক্ষমতার জন্য তরমুজই প্রাকৃতিক প্রতিষেধক। অর্থাৎ তাদের এখন থেকে আর ভায়াগ্রার পেছনে অর্থ না ঢেলে তরমুজে আস্থা রাখলেই চলবে। তারা গবেষণার পর বিস্ময়কর ফল দেখতে পান, একটি তরমুজে সিট্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ এত বেশি, যা আগে বিজ্ঞানীরা ধারণাও করতে পারেননি।

    MORE
    GALLERIES

  • 68

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

    এছাড়াও তরমুজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে যায়। এ ছাড়াও নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়।

    MORE
    GALLERIES

  • 78

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

    টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা দুর্বল তাদের জন্য তরমুজ প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। একটি তরমুজে প্রচুর পরিমাণে সিট্রোলিন নামের অ্যামাইনো এসিড থাকে যা শরীরকে প্রতিমুহূর্তে সতেজ রাখতে সহায়তা করে।

    MORE
    GALLERIES

  • 88

    Healthy Lifestyle: প্রাকৃতিক ভায়াগ্রা, উত্তেজনা বাড়াবে ৩ গুণ, নামমাত্র খরচে এই একটি ফলেই বিছানায় উঠবে ঝড়!

    লিকোপেন সমৃদ্ধ খাবারের আরেকটি গুণ হল হাড়ের স্বাস্থ্য ভালো করে। এটি হাড়ের অক্সিডেটিভ উপাদান দূর করে, যা হাড়ের ব্যথার জন্য দায়ী। এছাড়াও শরীরের বিভিন্ন রোগের জন্য দায়ী। তাই, প্রাকৃতিকভাবেই আপনার হাড়ের সমস্যা দূর করবে তরমুজ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

    MORE
    GALLERIES