আমাদের দেশে যৌনতা শব্দটি নিয়ে এত রাকঢাক করা হয় যে এটি নিয়ে মনের অনেক রকম প্রশ্ন থাকলেও অনেকে বলে উঠতে পারেন না। অত্যধিক কাজের চাপ, টেনশন, ভুল খাদ্যাভাস বা অতিরিক্ত স্মোকিং ড্রিঙ্কিং-এর ফলে বর্তমানে অনেকের যৌন জীবনে কুপ্রভাব পড়ে, এ কথা বলাই বাহুল্য। এর ফলে সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হলেও যেন একটা দূরত্ব থেকেই যায়।
কীভাবে পাবেন তরমুজের এই সুফল? প্রথমে কিছুটা তরমুজ মিক্সারে পেস্ট করে নিন। এরপর ওই তরমুজের রস একটি পাত্রে ঢেলে একটি গোটা পাতিলেবুর রস দিয়ে ফোটাতে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে গেলে সেটি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ভরে দিন। প্রতিদিন সকালে খালি পেটে ও রাত্রে খাবার খাওয়ার আগে দু-চামচ করে খান। ফল পাবেন হাতেনাতে।
আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, তরমুজ নাকি এ ব্যাপারে দারুণ কাজ করে, যৌণশক্তির দিক থেকে অক্ষম বা দুর্বল, তাদের সক্ষমতার জন্য তরমুজই প্রাকৃতিক প্রতিষেধক। অর্থাৎ তাদের এখন থেকে আর ভায়াগ্রার পেছনে অর্থ না ঢেলে তরমুজে আস্থা রাখলেই চলবে। তারা গবেষণার পর বিস্ময়কর ফল দেখতে পান, একটি তরমুজে সিট্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ এত বেশি, যা আগে বিজ্ঞানীরা ধারণাও করতে পারেননি।
লিকোপেন সমৃদ্ধ খাবারের আরেকটি গুণ হল হাড়ের স্বাস্থ্য ভালো করে। এটি হাড়ের অক্সিডেটিভ উপাদান দূর করে, যা হাড়ের ব্যথার জন্য দায়ী। এছাড়াও শরীরের বিভিন্ন রোগের জন্য দায়ী। তাই, প্রাকৃতিকভাবেই আপনার হাড়ের সমস্যা দূর করবে তরমুজ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)