যৌনতা নিয়ে আমাদের দেশে এখনও অনেক রাখঢাক! এই বিষয়টি নিয়ে মানুষের মনে হাজারও কৌতূহল, অনেক সমস্যা, কিন্তু তাও খোলাখুলি কথা বলা হয় না! এদিকে ঘুম পাওয়া, খিদে পাওয়ার মতোই ভীষণ স্বাভাবিক একটি প্রবৃত্তি যৌনতা। গবেষকরা বলেন, একটি সুখি-সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ যৌনতা! পুরুষদের মনে ববরাবরই কৌতূহল থাকে, ঠিক কী ধরনের যৌনতা পছন্দ মেয়েদের? সম্প্রতি একটি গবেষণায় উঠে এল সেই তথ্য-ই