যৌনতা নিয়ে আজও আমাদের দেশে অনেক রাখঢাক রয়েছে! মানুষ আজও যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলতে অস্বস্তি বোধ করেন! কিন্তু মাথায় রাখবেন, ঘুম পাওয়া, খিদে পাওয়ার মতো যৌনতাও একটি স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি! চিকিৎসকেরা বলেন, একটি সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ যৌনতা!