বিশ্ব সংসারে সবথেকে আদিম ক্রিয়া যৌনতা, তবে যৌনতা নিয়ে আজও আমাদের মনে অনেক রাখঢাক রয়েছে! যৌন সমস্যা নিয়ে আজও প্রকাশ্যে কথা বলতে অস্বস্তিবোধ করেন সিংহভাগ মানুষে! কিন্তু খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতা-ও একটি স্বাভাবিক জৈবিক ক্রিয়া! গবেষকরা দাবি করেন, একটি সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! কিন্তু কী করে বুঝবেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার সঙ্গে আর যৌনতায় আর আগ্রহী নন ? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা--
সঙ্গমের সময় অন্য কারও কথা মনে পড়ছে? মনে হচ্ছে সঙ্গীর পরিবর্তে তাঁকে পেলেই সুখী হতেন? শরীর মনে-প্রাণে তাঁকেই চাইছে? এমনটা ঘটলে কিন্তু সতর্ক হন! প্রয়োজন হলে, সঙ্গীর সঙ্গে কথা বলুন। তিনি কী চাইছেন, কোথায় সমস্যা হচ্ছে তা দু'জনে কথা বলে বোঝার চেষ্টা করুন! যদি কিছুতেই সমস্যা না মেটে, সম্পর্ক থেকে বেরিয়ে আসুন! মাথায় রাখবেন, মৃত সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও মানে নেই! আপনাদের দু'জনেরই অধিকার আছে জীবনটা সুন্দরভাবে উপভোগ করার।