শারীরিক অনুভূতি যে কোনও সম্পর্কের অন্যতম ভিত। মনের মানুষের শরীরের কাছে এলে, তাঁর উষ্ণতায় সম্পর্কও আরও গভীর ও সুন্দর হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলেন, রোজ সঙ্গম না হলেও মনের মানুষের শরীর ঘেঁষে খানিক সময় কাটাতে। কিন্তু অনেকেরই দীর্ঘ সময় ধরে সঙ্গমের অভ্যেস থাকে। সেটা কি ঠিক? নাকি এর কোনও নির্দিষ্টি সেরা সময় রয়েছে? (Healthy Lifestyle)