জন্ম নিরোধক হিসেবে ফিমেল কন্ডোম বা ফেমিডোম খুবই উপযোগী। আজকের আধুনিকারা অবাঞ্ছিত সন্তানধারণ ও যৌনরোগ এড়াতে ভরসা করছেন ফিমেল কন্ডোমের উপর।
2/ 10
ফিমেল কন্ডোমের যে দিকটি বন্ধ থাক, সেই দিকটি প্রবেশ করানো হয় যোনিপথে। অন্য দিকটি থাকে যোনির বাইরের অংশে। ফলে সঙ্গমের সময় যোনিপথে শুক্রাণু নারীদেহে প্রবেশ করতে পারে না।
3/ 10
কীভাবে ফিমেল কন্ডোম সঠিক ভাবে ব্যবহার করবেন, তার কিছু নিয়ম আছে। জেনে নিন কী করবেন, কী করবেন না।
4/ 10
ব্যবহারের আগে ভাল করে কন্ডোমের প্যাকেট দেখে নিন। খেয়াল করুন এক্সপায়ারি ডেট।
5/ 10
কন্ডোমে কোনও ছিদ্র আছে কিনা পরীক্ষা করুন।
6/ 10
লুব্রিক্যান্ট কাজে লাগান। তাতে কন্ডোম স্থানচ্যুত হবে না। সব সময় ঠান্ডা ও শুকনো স্থানে কন্ডোমের প্যাকেট রাখুন।
7/ 10
পুরুষদের কন্ডোম এবং মহিলাদের কন্ডোম একসঙ্গে ব্যবহার করা ঠিক নয়। এতে দু’ রকম কন্ডোমের ঘর্ষণে কন্ডোম ছিঁড়ে যেতে পারে।
8/ 10
একবার ব্যবহৃত ফেমিডোম বা ফিমেল কন্ডোম কখনওই ব্যবহার করবেন না। প্রতি বার সঙ্গমের সময় নতুন কন্ডোম ব্যবহার করুন।
9/ 10
ব্যবহৃত কন্ডোম কমোডে ফ্লাশ করবেন না। এতে পয়ঃপ্রণালী বন্ধ হয়ে বিপত্তি ঘটতে পারে।
10/ 10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Healthy Lifestyle: মহিলাদের কন্ডোম বা ফেমিডোম কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন কী করবেন, কী করবেন না
ফিমেল কন্ডোমের যে দিকটি বন্ধ থাক, সেই দিকটি প্রবেশ করানো হয় যোনিপথে। অন্য দিকটি থাকে যোনির বাইরের অংশে। ফলে সঙ্গমের সময় যোনিপথে শুক্রাণু নারীদেহে প্রবেশ করতে পারে না।