ভাবুন তো পুরুষদের জন্য গর্ভনিরোধক ওষুধ বাজারে পাওয়া গেলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, এবার এমনটাই হতে চলেছে। শুধু আর মহিলারা গর্ভনিরোধক ওষুধ খাবেন না, এবার পুরুষদের জন্যও আসছে এই ওষুধ। photo source collected
2/ 5
গর্ভনিরোধক ওষুধে মহিলাদের শরীরে নানা পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু পুরুষদের জন্য এমন কোনও ওষুধ এতদিন ছিল না। সঙ্গমের সময় সামান্য কন্ডোমের ব্যবহার করতেও অনেক পুরুষ পছন্দ করেন না। যার ফলে মহিলাদের খেতে হয় গর্ভনিরোধক ওষুধ। photo source collected
3/ 5
কিন্তু এবার আর মহিলাদের খেতে হবে না এই ওষুধ। খুব তাড়াতাড়ি বাজারে পাওয়া যাবে পুরুষদের জন্য গর্ভনিরোধক ওষুধ। এমনটাই দাবি করেছেন আমেরিকার গবেষকরা। photo source collected
4/ 5
ইতিমধ্যে এই ওষুধের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ইঁদুরের ওপরে চালানো হয় গবেষণা। তাতে দেখা গিয়েছে একটি ওষুধ খেলে অনেক দিন কাজ করছে এই ওষুধ। photo source collected
5/ 5
খুব তাড়াতাড়ি মানুষের ওপর পরীক্ষা বা ট্রায়াল শুরু হবে এই গর্ভনিরোধক ওষুধের। এবার শুধু মহিলারা নন, পুরুষরাও সমান ভাবে গর্ভনিরোধক ওষুধ খাবেন। এই বছরের শেষেই বাজারে পাওয়া যাবে এই ওষুধ। এমনটাই সূত্রের খবর। photo source collected