

• শিশুর শরীরে বেশি মাত্রায় বাসা বেঁধে থাকতে পারে করোনা ভাইরাস। এমন কথাই সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে। তাঁরা মনে করছেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে বয়স যে শিশুদের, তাদের নাকের মধ্যে করোনা ভাইরাস অত্যন্ত বেশি মাত্রায় বাসা বেঁধে থাকতে পারে। (প্রতীকী ছবি)


• তার অর্থ হচ্ছে, হতে পারে শিশুদের দ্বারা করোনা ভাইরাস বেশি পরিমাণে সংক্রমিত হচ্ছে। তবে এতই কম সংখ্যায় মানুষের উপর এই পরীক্ষা করা হয়েছে যে এখনই সবটা স্পষ্ট করে বলা চলে না। (প্রতীকী ছবি)


• JAMA Pediatrics– মার্চের শেষে থেকে এপ্রিলের শেষ পর্যন্ত প্রায় একমাস সময় ধরে চলেছে এই সমীক্ষা। সেখানে শিকাগো শহরে ১৪৫ জনের নাকের সোয়াব টেস্ট করা হয়েছে। যাঁদের উপরে সমীক্ষা করা হয়, তাদের মধ্যে ৪৬টি শিশুর বয়স পাঁচ বছরের নীচে, ৫১ জনের বয়স ৫ থেকে ১৭ এর মধ্যে বাকি ৪৮ জন প্রাপ্তবয়ষ্ক, যাঁদের বয়স ১৮ থেকে ৬৫ এর মধ্যে। (প্রতীকী ছবি)


• এই পরীক্ষার ফলেই দেখা গিয়েছে, সাধারণ রোগীর থেকে শিশুদের নাকের মধ্যে প্রায় ১০ গুণ বেশি করোনা ভাইরাস উপস্থিত থাকে। আপার রেসপিরেটরি ট্র্যাকে এই ভাইরাসের উপস্থিতি যথেষ্ট চিন্তার। (প্রতীকী ছবি)