বিয়ের সময়ও তাঁদেরকে চোখে সুরমা পড়তে দেখা যায়! এটা তাঁদের একটা রীতি। তাঁরা এই রীতি মেনে আসছে যুগ যুগ ধরে। সুন্নাত মতে তাঁদের সুরমা পড়াটা একটা নিয়ম। মুসলিম ধর্মগুরুও তাঁর চোখে সুরমা লাগাতেন। তিনি রাতে সুরমা চোখে লাগিয়ে ঘুমোতে যেতেন। আসলে এই সুরমা লাগানো খুবই স্বাস্থ্যকর।
photo source collected