মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শীতের মরসুম পুরোপুরি বিদায় নিতেই যেন পূর্ণ উদ্যমে হাজির হয় গ্রীষ্ম। মরসুম বদলের ফলস্বরূপ বিভিন্ন রোগ তো দেখা দেয়ই, সেই সঙ্গে তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের (Heat Stroke) মতো রোগেরও সম্ভাবনা বেড়ে যায় কখনও কখনও এই সমস্যা প্রাণঘাতী পর্যন্ত হয়ে উঠতে পারে। দেখে নেওয়া যাক, গ্রীষ্মকালীন বিভিন্ন রোগের তালিকা এবং তা থেকে বাঁচার উপায়। প্রতীকী ছবি ৷
গ্রীষ্মকালীন রোগ নিয়ন্ত্রণের উপায়:
প্রচুর পরিমাণে জল পান করতে হবে। এছাড়াও শরীরকে হাইড্রেডেট রাখতে বাইরে বেরোলে অথবা ঘরে থাকলেও ডাবের জল, ঘোল, লেবু জলের মতো পানীয় খেতে হবে। দিনে অন্তত ১০-১২ গ্লাস পানীয় খেতে হবে ৷ হালকা রঙের ঢিলেঢালা নরম সুতির পোশাক পরা উচিত। আঁটোসাটো গাঢ় রঙের পোশাক পরলে অস্বস্তি হতে পারে। প্রতীকী ছ৷বি ৷