#নয়াদিল্লি: জলের আর এক নাম জীবন। আর এই বিষয়টা একেবারেই প্রমাণিত। কারণ জল না খেলে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কার্যকারিতা ব্যাহত হয়। দেহে জলের অভাব হলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আসলে জল মস্তিষ্ককে সচল রাখা থেকে শুরু করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তাই সব সময় বিশেষ করে গরমের দিনে শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। প্রতীকী ছবি ৷
দেখা যায়, অনেকেই তেষ্টা পেলে তবেই জল খান। এটা কিন্তু একেবারেই ভুল। প্রথমে মেপে নিতে হবে, নিজের শরীরের জন্য নিয়মিত কত পরিমাণ জল পর্যাপ্ত। সেই হিসেব করে নিয়ম মেনে সময়ে-সময়ে পান করতে হবে জল। বিশেষজ্ঞরা বলেন যে, দিনে অন্তত ৮ গ্লাস বা ২-৩ লিটার জল খাওয়া উচিত। আর এর সঙ্গে জেনে নেওয়া যাক, জলের উপযোগিতার বিষয়ে। প্রতীকী ছবি ৷
জল খাওয়ার নানাবিধ উপকারিতা:
এনার্জি বাড়ায়:
মাঝেমধ্যেই বিশেষ করে গরমের দিনে ক্লান্ত লাগে। কাজের এনার্জিও থাকে না। এটা হয় দেহে জলশূন্যতা বা ডিহাইড্রেশনের কারণে। আসলে দেহে জলশূন্যতা আমাদের মস্তিষ্কে বেশ প্রভাব ফেলে। তার ফলে ক্লান্তিভাব আসে এবং কাজের ইচ্ছেও চলে যায়। তাই এনার্জির মাত্রা বাড়াতে বেশি করে জল খেতে হবে। প্রতীকী ছবি ৷