বাচ্চা থেকে বুড়ো অনেকেরই দারুণ প্রিয় ফল হল কুল। টক-মিষ্টি স্বাদের ছোট্ট ফল কুল খেতে ভালোবাসেন অনেকেই। কিন্তু তাঁরা জানেন না শরীরে ঠিক কি হচ্ছে এই ফল খাওয়ার ফলে। জানলে অবশ্য তাঁদের কুল খাওয়া বাড়বে বই কমবে না। কারণ বিশেষজ্ঞরা বলছে, ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কুল আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা (Health Tips) বৃদ্ধি করার পাশাপাশি স্নায়ু এবং হাড়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারি।তাহলে চলুন জেনে নেওয়া যাক, কুলের উপকারিতা সম্পর্কে বিশদে -
১) কুল (Jujube Fruit Health Benefits) রক্ত সঞ্চালন উন্নত করে পটাসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ। এই খনিজগুলি হার্ট ভালো রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া আয়রন হিমোগ্লোবিন বাড়াতেও সহায়তা করে, যা রক্তাল্পতা প্রতিরোধ করতে সহায়ক (Health Tips) । কুলে থাকা খনিজগুলি শরীরের রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২) ত্বককে উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ কুল, বার্ধক্যের লক্ষণগুলি দূর করতে সহায়তা করে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল ত্বককে স্বাস্থ্যকর ও ব্রণ মুক্ত রাখে, পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তোলে। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি ব়্যাডিক্যালের সাথে লড়াই করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে (Jujube Fruit Health Benefits)।
৪) হজম ক্ষমতা বৃদ্ধি করে কুল ফাইবার এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এই ফল শক্তির বড় উৎস, যা মেটাবলিজম বাড়িয়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন ধরনের খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটি অত্যন্ত পুষ্টিকর (Health Tips) । এগুলি হজম করা অত্যন্ত সহজ, কারণ এতে ডায়েটরি ফাইবার রয়েছে। কুল কোষ্ঠকাঠিন্য নিরাময়েও সহায়তা করে। তাছাড়া কুল দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা থেকেও স্বস্তি দিতে সক্ষম।
৫) ভালো ঘুম হতে সাহায্য করে কুল। চিনের প্রাচীন ঐতিহ্য অনুসারে, কুল অনিদ্রার সমস্যা নিরাময় করতে সহায়তা করে। বীজ সহ পুরো ফলটাই অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল, পলিস্যাকারাইড, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন সমৃদ্ধ। যার মধ্যে উপশমকারী গুণ বর্তমান। কুল স্নায়ুকে শান্ত করে, মন ও শরীরকে শিথিল করে, এবং ভালো ঘুম হতে সহায়তা করে।