যৌনমিলনের সময় কন্ডোমের ব্যবহার এখন খুবই জনপ্রিয় ও প্রচলিত। এতে অযাচিত গর্ভধারণ ও বিভিন্ন যৌনরোগের প্রতিরোধ করা যায় খুব সহজেই। কিন্তু অনেকেরই কন্ডোম ব্যবহারের নিয়ম জানা নেই। (Health Tips)
2/ 6
অনেকেই মনে করেন, শারীরিক মিলনের সময় এটি ব্যবহার করলেই আর কোনও সমস্যা নেই। কিন্তু কন্ডোম ব্যবহারের কয়েকটি সাধারণ ভুল অনেকেই করেন। দেখুন এই সমস্যা আপনারও হয়েছে কিনা।
3/ 6
যে কোনও কন্ডোমের নির্দিষ্ট মেয়াদ থাকে। ব্যবহারের সময় সেটি দেখে নিন। যতটা সম্ভব নতুন কন্ডোম ব্যবহার করে নিরাপদ ও সুস্থ যৌন জীবন যাপন করুন। পুরনো কন্ডোম ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যেমন থাকে, তেমনই চর্মরোগও হতে পারে। ফলে সাবধান।
4/ 6
বহুদিন ফেলে রাখা কন্ডোম ব্যবহার নিরাপদ নাও হতে পারে। ঘরে পড়ে থাকা বা মানিব্যাগে থাকা কন্ডোম ঘষা লেগে এবং গরম তাপমাত্রার কারণে কার্যকারিতা হারাতে পারে। ফলে যে উদ্দেশ্যে সেটির ব্যবহার, সেটি না হওয়ার সম্ভাবনা বাড়ে।
5/ 6
সঠিক মাপের কন্ডোম ব্যবহার করুন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশি আলগা হলে সঙ্গমের সময় এটি খুলে যেতে পারে। আর বেশি চেপে থাকলে ফেটে যেতে পারে। কন্ডোমের মাথার কাছে খানিক জায়গা অবশ্যই রাখবেন। এতে হাওয়া ভরে থাকবে। তবেই সেটি ঠিক ভাবে ব্যবহার হবে। ফলে মাপ বুঝে সেই কোম্পানির কন্ডোম ব্যবহার করুন।
6/ 6
সঙ্গমের সময় অনেকেই প্রথম থেকে কন্ডোম ব্যবহার করেন না। এতে অযাচিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগের আশঙ্কা বেড়ে যায়। সঠিক সময়ে কন্ডোম পরে ফেলতে না পারলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। ফলে প্রথম সেটি মাথায় রেখে যৌনমিলনে লিপ্ত হোন।