হোম » ছবি » লাইফস্টাইল » তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

  • Bangla Editor

  • 19

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    তামার পাত্রে জল সঞ্চয় করে রাখা বা জল খাওয়া প্রাচীন যুগ থেকে চলে আসছে। মাঝে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় ও চোখধাঁধানো ডিজাইনের বোতল পাওয়া গিয়েছে বলে, অনেকেই সেই বোতলে জল রাখা বা খাওয়ার অভ্যাস চালু করে। কিন্তু যত দিন যাচ্ছে, মানুষ আবারও পুরনো অভ্য়াসে ফিরছে। এর একাধিক ভালো দিকের কথা মাথায় রেখে, আবারও তামার পাত্রে খাওয়া বা তামার গ্লাস, বোতলে জল খাওয়া শুরু হচ্ছে।

    MORE
    GALLERIES

  • 29

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    তামায় অ্যান্টি-মাইক্রোবায়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-অক্সিড্যান্টস ও অ্য়ান্টি-কারসিনোজেনিক থাকে। যা শরীর ভালো রাখতে সাহায্য করে। তামা জলে আয়রনও সঞ্চার করে। পাশাপাশি এর অন্যান্য উপাদানও শরীরের একাধিক উপকার করে।

    MORE
    GALLERIES

  • 39

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে - রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। যদি আয়রনের পরিমাণ বেশি থাকে, তা হলে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তামা জলে আয়রন সঞ্চার করে, ফলে রক্তে আয়রনের মাত্রা বাড়তে পারে। তাই তামার বোতলে জল খেলে অ্যানিমিয়ার সমস্যা কমতে পারে। এর পাশাপাশি, আয়রন কম থাকলে শ্বেত রক্তকণিকাও কমতে পারে, সমস্যা দূর করতে পারে তামা।

    MORE
    GALLERIES

  • 49

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    থাইরয়েড গ্রন্থির কাজে ভারসাম্য বজায় রাখে - শরীরে সঠিক মাত্রায় তামা থাকলে তা থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন নিঃসরণ আটকায়। এবং এর কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

    MORE
    GALLERIES

  • 59

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    হাইপারটেনশন নিয়ন্ত্রণ করে - শরীরে তামার পরিমাণ কম থাকলে তা রক্তচাপে তারতম্য ঘটায়। বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। এবং তামা কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে। সব মিলিয়ে হাইপারটেনশন রোধ করতে এর প্রয়োজনীয়তা রয়েছে। ফলে শরীরে তামার পরিমাণ ঠিক রাখতে তামার পাত্রে জল খাওয়া যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 69

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    আর্থ্রাইটিস বা বাতের সমস্যা কমায় - তামা আর্থ্রাইটিস কমাতে সাহায্য করে। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান গাঁটে গাঁটে ব্যথায় উপশম দেয়।

    MORE
    GALLERIES

  • 79

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    হার্টের জন্য ভালো - ধমনীতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে তামা। আর রক্ত চলাচল ঠিক থাকলে হার্টেও সমস্যা হয় না। ফলে হার্ট ভালো থাকে।

    MORE
    GALLERIES

  • 89

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    ত্বকে বলিরেখা পড়া রোধ করে - তামায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস থাকে, যা নতুন কোষ গঠনে সাহায্য করে। ফলে বলিরেখা পড়ে না। এবং ত্বক ভালো থাকে।

    MORE
    GALLERIES

  • 99

    তামায় আছে একাধিক গুণ, প্রতি দিন তামার পাত্রে জলপান কী ভাবে সুস্থ রাখে শরীর

    হজম প্রক্রিয়া ঠিক রাখে - তামার পাত্রে খাবার খাওয়া, তামার গ্লাসে বা বোতলে জল খাওয়ার ফলে হজমের সমস্যা দূর হতে পারে। কারণ তামা হজমে সাহায্য করে। এতে থাকা উপাদান ব্যাকটেরিয়া মেরে ফেলে, পেটের সমস্যা দূর করে, মেটাবলিজম ঠিক রাখে। তবে, মনে রাখতে হবে, লেবুর জল বা গরম জল যেন তামার পাত্রে না রাখা হয়!

    MORE
    GALLERIES