সারা বিশ্বে ক্রমশই বেড়ে চলেছে ক্যানসারের প্রকোপ৷ পরিবারে কারও ক্যানসার থাকেল ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ৷ জেনে নিন কোন বিষয়গুলো থাকলে সাবধান থাকতে হবে৷
2/ 6
ষাটোর্ধদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি৷ কিন্তু যারা অল্প বয়সে ক্যানসারে আক্রান্ত হন তাদের ক্ষেত্রে সাধারণত পারিবারিক জিনের কারণেই এমনটা হয়ে থাকে৷
3/ 6
যদি বাবা বা মা কোনও এক দিকের পরিবারে ২ বা তার বেশি সদস্য ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়৷
4/ 6
যদি আত্মীয়রা একই ক্যানসারে আক্রান্ত হন বা এমন ধরনের ক্যানসারে আক্রান্ক হয়ে থাকেন যা একই জিনগত কারণে হয়, তাহলে বাকি সদস্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে৷
5/ 6
রক্তের সম্পর্কে কারও যদি ৫০ বছরের নীচে ক্যানসার হয়ে থাকে তাহলে ঝুঁকি বাড়ে৷ মায়ের ক্যানসার হওয়ায় ম্যাসেকটোমি করে স্তন বাদ দেন অ্যাঞ্জেলিনা জোলি৷
6/ 6
আত্মীয়দের মধ্যে কেউ যদি পরীক্ষা করিয়ে কোনও জিনগত ত্রুটি পেয়ে থাকেন তাহলে আপনিও পরীক্ষা করিয়ে নিন৷