1/ 4


বিশ্বজুড়ে করোনা-কাঁপুনি। ক্রমেই বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই। ইতালিতে মৃত সাড়ে ৫ হাজার। একদিনে শতাধিক মৃত্যু আমেরিকায়। বিশ্বজুড়ে আক্রান্ত ৩ লক্ষেরও বেশি। চিনে করোনায় নতুন করে কেউ আক্রান্ত হননি। ভারতে করোনায় মৃত বেড়ে ১০।
2/ 4


এই ভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নানান গবেষণা চলছে। আর প্রায় দিন উথে আসছে কিন্তু নতুন তথ্য। এবার সামনে এল ব্লাড গ্রুপ সম্পর্কিত একটি নতুন তথ্য। এই গবেষণাইয় সামনে এসেছে কোন ব্লাডগ্রুপের ব্যক্তিদের করোনা ভাইরাসের ঝুঁকি বেশি আর কোন ব্লাড গ্রুপের ঝুঁকি কম
3/ 4


গবেষণায় অনুযায়ী, ব্লাড গ্রুপ 'A' যাদের তাঁদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি । অন্যদিকে, যাদের ব্লাড গ্রুপ 'O' তাদের সংক্রমণের ঝুঁকি কম।