শীতকাল মানেই কমলালেবু! চিকিৎসকেরা বলেন, কমলালেবু ভিটামিন ‘সি’-তে ভরপুর! রূপ সচেতন মহিলারা আবার কমলা লেবুর খোসা বেটে তার সঙ্গে জলপাই তেল মিশিয়ে ত্বকে লাগান। মা-ঠাকুমারা সন্দেশ, পুডিংয়ে মিশিয়ে দেন কমলালেবুর খোসা বাটা। এসবে পাশাপাশিও কমলালেবুর আরেকটা বড় গুণ রয়েছে যা সচরাচর কেউ বলেননা ! শীতকালের 'জড়োসড়ো' কাম আসক্তিকে ফের জাগিয়ে তোলে কমলালেবু !
Photo Source: Collected
জাপানের সাপ্পোরো মেডিক্যাল ইউনিভার্সিটি এবং সাপ্পোরো তোহো হাসপাতালের চিকিৎসকের একটি টিম ১২০ জনের উপর একটি পরীক্ষা করেন। সেখানে দেখা গিয়েছে, মাত্র দু’কাপ কমলালেবুর রস যেমন স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ কমিয়ে মানসিক উদ্বেগ ও রক্তের চাপ কমায়, তেমনই বাড়ায় সেক্স-এর চাহিদা ও উদ্দামতা।
Photo Source: Collected