• কথায় বলে ‘দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না’ । কথাটা সত্য । মুখ ভর্চতি দাঁত থাকতে তাকে আমরা কত অবহেলা করি, প্রয়োজনীয় যত্ন নিই না । কিন্তু সেই দাঁত যখন চলে যায়, তখন বোঝা যায় দাঁতের মর্ম । খেতে সমস্যা, হাসতে সমস্যা, কথা বলতে সমস্যা, সর্বপরি দেখতেও খারাপ লাগে । তবে বয়সকালে দাঁত পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা । প্রতীকী চিত্র ।
• অনেকের অবশ্য বয়সের আগেও দাঁতের পঞ্চত্বপ্রাপ্তি ঘটে । সেটা কোনও রোগ বা সঠিকভাবে দাঁতের যত্ন না নেওয়ার জন্যই হয়ে থাকে । তবে কারণ যাই হোক না কেন, দাঁত পড়ে গেলে দুঃখের আর শেষ থাকে না । কারণ নখ, চুল কাটলে তা আবার নতুন করে গজায় । দাঁতের ক্ষেত্রে এমনটা হয় না । এ বার মানুষের সেই কষ্ট লাঘব করতেই বাজারে আসছে দাঁত গজানোর ওষুধ । প্রতীকী চিত্র ।