সমীক্ষার লিড অথার ও ডাক্তারির ছাত্র রুইউয়ান ঝ্যাং-এর কথায়, 'কিছু বয়স্ক মানুষ বিশ্বাস করেন, প্রতিদিন অল্প করে মদ্যপান করলে বুদ্ধি খোলতাই হয়৷ বুদ্ধির পরীক্ষাতে দেখা গিয়েছে, যাঁরা মদ্যপান একেবারেই করেন না, তাঁদের চেয়ে যাঁরা রোজ অল্প করে মদ্যপান করেন, তাঁদের মস্তিষ্ক ভালো কাজ করছে৷'