শহর থেকে শহরতলি, মরা মুরগীর কারবারিরা ধরা পড়ছেন প্রয়শই ৷ হোটেল-রেস্তোরাঁয় এখন মুরগীর মাংস খেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ ৷ কিন্তু বাজার থেকে মাংস কিনতে গেলে সতর্ক থাকুন আপনিও ৷ অনেক সময়ই আগে থেকে কেটে রাখা মাংস নিয়ে বাড়ি চলে আসি আমরা ৷ কিন্তু মাংস কেনার আগে পরখ করে নিন সত্যিই সেই মাংসটি টাটকা কিনা ৷