টি ব্যাগ ডুবিয়ে চা খান? এক কাপে ১১০০ কোটি প্লাস্টিক পার্টিক্যাল পেটে যাচ্ছে!!
পরীক্ষায় দেখা যায়, ৯৫ ডিগ্রি সেলসিয়াসের গরম জলে ৫ মিনিট টি ব্যাগ ডুবিয়ে রাখলে গোটা চা-টাই প্লাস্টিকের পার্টিক্যালে ভরে যাচ্ছে৷ অর্থাত্ এক কাপ প্লাস্টিক খাওয়ার সামিল৷ হিসেব বলছে, রোজ এক কাপ করে প্লাস্টিকের টি ব্যাগ ডোবানো চা খেলে, সপ্তাহে ৫ গ্রাম প্লাস্টিক পেটে ঢুকছে৷


চটজলদি চা বানানোর জন্য টি ব্যাগেই ভরসা বহু মানুষের৷ চা পাতা দিয়ে জল ফুটিয়ে, অত সময় আর খরচ করে! কয়েক বছর আগের ঘটনা৷ মন্ট্রিয়ালে একটি কফ শপে চা খেতে ঢোকেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক ন্যাথালিয়া তুফেঙ্কজি৷ টি ব্যাগ ডুবিয়ে এক চুমুক দিতেই খটকা লাগে তাঁর৷


দেখলেন, টি ব্যাগটি প্লাস্টিকে তৈরি৷ ন্যাথালিয়ার ভাবতে শুরু করেন, এত গরম দলে একটি প্লাস্টিক তিনি সেদ্ধ করছেন তো! তার মানে প্লাস্টিকের মারণ পার্টিক্যালগুলো মিশছে গরম জলে৷


বাড়ি ফিরেই তিনি ডেকে পাঠান তাঁর এক ছাত্রী লরা হার্নান্ডেজকে৷ তিনি নিজে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপিকা ও গবেষক৷ কিছু টি ব্যাগ কিনে গবেষণাগারে নিয়ে যান পরীক্ষার জন্য৷ ন্যাথালিয়া গবেষণা করে দেখেন, যা ভেবেছিলেন, ঠিক তাই৷ প্লাস্টিক গরম জলে সেদ্ধ হওয়ায় মারণ পার্টিক্যালগুলি মিশছে জলে৷ কোটি কোটি পার্টিক্যাল ছড়িয়ে পড়ছে মুহূর্তে৷ যা পেটে যাচ্ছে এক এক চুমুকে৷


৪ ধরনের টি ব্যাগ তাঁরা পরীক্ষা করেন৷ ইলেক্ট্রন মাইক্রোস্কোপে দেখা যায়, একটি টি ব্যাগ ১১০০ কোটি প্লাস্টিক পার্টিক্যাল মেশায় গরম জলে৷ নিজেদের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না তাঁদের৷


গোটা গবেষণাটি তাঁরা প্রকাশ করেন আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নাল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে৷