পৌরুষের সংজ্ঞা সমাজ তৈরি করেছে কাঠিন্যের নিরিখে, সেখানে যেন কোনও রকমেরই দুর্বলতা মানায় না! অথচ সঙ্গমের সময়ে নির্ধারিত মুহূর্তের আগেই বীর্যপতন এবং পুরুষাঙ্গ শিথিল হয়ে পড়ার সমস্যায় ভোগেন অনেকেই, এ নিতান্তই এক শারীরিক অসুবিধা! যাঁরা বিষয়টি নিয়ে লজ্জায় রয়েছেন, তাঁদের জন্য এবার পরামর্শ দিচ্ছেন সেক্সোলজির অধ্যাপক ড. সারাংশ জৈন (Saransh Jain)।
দীর্ঘ সময় ধরে মগ্ন থাকতে হবে ফোরপ্লে নিয়ে - সঙ্গমের আসল ব্যাপারটাই হল ফোরপ্লে, পরস্পরের শরীর নিয়ে খেলা, তা উপভোগ করা! তাই ড. জৈন বলছেন যে ফোরপ্লে-র মাত্রা বাড়াতে হবে, দীর্ঘস্থায়ী ফোরপ্লে পুরুষাঙ্গ দৃঢ় রাখতে সাহায্য করবে, অথচ শীঘ্রপতন হবে না। এক্ষেত্রে সঙ্গম শুরুর কিছু পরেই সঙ্গিনীর শরীরে প্রবেশ করা চলবে না।
হস্তমৈথুনের সঠিক পদ্ধতি - ড. জৈন সাফ জানিয়েছেন যে বয়ঃসন্ধি থেকে দ্রুত গতিতে হস্তমৈথুন করার অভ্যাস শীঘ্রপতনের সমস্যার অনেক ক্ষেত্রে জন্ম দেয়। তাই হস্তমৈথুন করতে হবে ধীরে ধীরে, অন্তত মিনিট পাঁচেক ধরে। খেয়াল রাখতে হবে যে শুরু করার মিনিট পাঁচে পরেই যেন বীর্যস্খলন হয়, তাহলে সঙ্গমের সময়ে শীঘ্রপতনের ভয় থাকবে না।