হোম » ছবি » স্বাস্থ্য » সংক্রামক রোগের থেকেও ভয়ানক!‌ ভবিষ্যতে এই একটি কারণে হবে অসংখ্য মানুষের মৃত্যু

সংক্রামক রোগের থেকেও ভয়ানক!‌ ভবিষ্যতে এই একটি কারণে হবে অসংখ্য মানুষের মৃত্যু

  • Bangla Editor

  • 15

    সংক্রামক রোগের থেকেও ভয়ানক!‌ ভবিষ্যতে এই একটি কারণে হবে অসংখ্য মানুষের মৃত্যু

    • অতিমারী মানুষকে শিখিয়ে দিয়ে গিয়েছে, প্রকৃতির কাছে কত তুচ্ছ এই মানবজীবন। চোখে দেখতে পাওয়া যায় না এমন এক ভাইরাস তছনছ করে দিয়েছে বিশ্ব। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, শুধু এই রোগ নয়, এরপর এমন একটি কারণ আসতে চলেছে যার জন্য আরও বেশি সংখ্যায় মানুষের মৃত্যু হবে।

    MORE
    GALLERIES

  • 25

    সংক্রামক রোগের থেকেও ভয়ানক!‌ ভবিষ্যতে এই একটি কারণে হবে অসংখ্য মানুষের মৃত্যু

    • National Bureau of Economic Research–এ প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গিয়েছে, বিশ্ব উষ্ণায়নের ফলে এর পর মানুষের মৃত্যুর হার অত্যাধিক বেড়ে যেতে পারে। কারণ, উষ্ণায়ন বাড়লেই তৈরি হবে ভয়ানক সব ঝড় ও বন্যা, যা এক ধাক্কায় হাজার হাজার মানুষকে ঠেলে দেবে মৃত্যুর দিকে।

    MORE
    GALLERIES

  • 35

    সংক্রামক রোগের থেকেও ভয়ানক!‌ ভবিষ্যতে এই একটি কারণে হবে অসংখ্য মানুষের মৃত্যু

    • গবেষকরা দেখেছেন, সরাসরি অত্যাধিক তাপমাত্রার কারণে মৃত্যু হয়েছে, এমন মানুষের সংখ্যা কম। কিন্তু তাপমাত্রা জনিত অন্য কারণে মানু্ষের মৃত্যু হয়েছে, এমন সংখ্যাটা অত্যাধিক মাত্রায় বেশি। মানে তাপমাত্রার প্রভাবে অন্য কিছু ঘটেছে আর তাতে মানু্ষের মৃত্যু হয়েছে।

    MORE
    GALLERIES

  • 45

    সংক্রামক রোগের থেকেও ভয়ানক!‌ ভবিষ্যতে এই একটি কারণে হবে অসংখ্য মানুষের মৃত্যু

    • তাছাড়া, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শরীরও চেষ্টা করবে। সেক্ষেত্রে শরীর যাতে অত্যাধিক গরম না হয়, তাই বেশি পরিমাণে রক্ত পাম্প করতে হবে শরীরকে। যার ফলে হৃদয়ের রোগের সংখ্যা বাড়বে, সেই রোগে মৃত্যুও বাড়বে যার পরোক্ষ কারণ উষ্ণায়ন।

    MORE
    GALLERIES

  • 55

    সংক্রামক রোগের থেকেও ভয়ানক!‌ ভবিষ্যতে এই একটি কারণে হবে অসংখ্য মানুষের মৃত্যু

    • এছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে দুই মেরুর বরফ গলতে শুরু করবে। সেই বরফ গলার ফলে একদিকে যেমন জীববৈচিত্র নষ্ট হবে, তেমনই জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে সেভাবেও শহরের পর শহর জলের তলায় চলে যেতে পারে।

    MORE
    GALLERIES