

• সম্প্রতি মার্কিন The Food and Drug Administration একটি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের বিষয়ে ছাড়পত্র দিয়েছে, যেখানে বলা হয়েছে খরচ হবে মাত্র ৫ মার্কিন ডলার। আর করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে ১৫ মিনিটে। (প্রতীকী ছবি)


• Abbott নামে এই নির্মাণকারী সংস্থা জানিয়েছেন, প্রতি মাসে এটি ৫০ মিলিয়ন টেস্ট কিট তৈরি করতে পারবে। ফলে আমেরিকায় টেস্টিংয়ের সংখ্যা আরও দ্রুত বাড়বে বলে মনে করা হচ্ছে। (প্রতীকী ছবি)


• চিকিৎসরা বলেছেন, একটি সোজা তত্ত্ব আছে। যদি বেশি টেস্টিং করা যাবে, তত দ্রুত রোগীদের চিহ্নিত করে রোগের থেকে মুক্তি পাওয়া যাবে। সেই কারণেই গত মাসে মোট ২২ মিলিয়ন টেস্টিং করেছিল আমেরিকা। তার গতি আরও বাড়বে এটি এলে। (প্রতীকী ছবি)


• Abbott–এর পক্ষ থেকে বলা হয়েছে, করোনা আক্রান্তের শরীরে উপসর্গ দেখা দেওয়ার সাতদিনের মধ্যে এই টেস্টিং কিটে টেস্ট করতে হবে। অনেকটা প্রেগেনন্সি টেস্টিং কিটের মতো এটি কাজ করবে। (প্রতীকী ছবি)