ডিমের সাদা অংশ খান, ডিমের কুসুম ভুলেও খাবেন না! ডিমের সাদা অংশে প্রোটিন রয়েছে, আর কুসুম খালি ফ্যাটের গাদা! ওজন, কোলেস্টেরল বাড়বে! এবার এই ভুল ধারণা ভেঙে ফেলুন। ডিমের কুসুম খেলে ওজন বাড়ে না, বরং কমে! শরীরও খারাপ করে না উলটে স্বাস্থ্যের জন্য উপকারি! কারণ-
Representative image
Photo Source: Collected
খালি ডিমের সাদা অংশ খেলে দেখবেন, খানিকক্ষণ বাদেই খিদে পেয়ে যাবে। ফলে, আপানাকে আবার খেতে হবে। তাতে কিন্তু ওজন বাড়বে বই কমবে না! কিন্তু ডিমের কুসুমে হেলদি ফ্যাট রয়েছে, যা আপনার ওজন বাড়ায় না, অথচ অনেকক্ষণ পেট ভর্তি রাখে । কাজেই, যাঁরা ব্রেকফাস্টে একটা গোটা ডিম খান, তাঁদের সারা দিন কম খিদে পায়।
Representative image
Photo Source: Collected