করোনা ভাইরাস ছড়াচ্ছে দ্রুত গতিতে৷ দেশে এখনও পর্যন্ত ৩৩ জনের দেহে মিলেছে করোনা ভাইরাস৷ হাই অ্যালার্ট জারি হয়েছে বিভিন্ন রাজ্যে৷ চিকিত্সকরা নানা পরামর্শ দিচ্ছেন করোনা ভাইরাস রুখতে৷
2/ 6
বহু চিকিত্সকের পরামর্শ, অ্যালকোহল বেসড হ্যান্ডস্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে৷ কারণ, যে কোনও ভাইরাস অ্যালকোহলে বাঁচে না৷
3/ 6
এরপরে অনেকেরই হয় তো ধারণা হয়েছে, মদ দিয়ে হাত ধুলে জীবাণুমুক্ত হয়ে যাবে হাত৷ কিন্তু অ্যালকোহল দিয়ে হাত পরিষ্কার করতে গেলে মনে রাখতে হবে স্যানিটাইজারে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহল থাকতেই হয়৷
4/ 6
Tito's নামে একটি ভডকা প্রস্তুতকারী সংস্থা এ বিষয়ে সতর্ক করল গ্রাহকদের৷ তাঁদের পরামর্শ, করোনা রুখতে ভডকা দিয়ে হাত ধোবেন না৷
5/ 6
সংস্থার ট্যুইট, ' হ্যান্ড স্যানিটাইজারে ৬০ শতাংশ অ্যালকোহল থাকে৷ Tito's হোমমেড ভডকায় থাকে ৪০ শতাংশ অ্যালতকোহল৷ তাই ভডকা দিয়ে হাত ধুয়ে লাভ নেই৷'
6/ 6
চিকিত্সকরা বলছেন, সাবান দিয়ে হাত ধুলে অন্তত পক্ষে ২০ সেকেন্ড ধরে হাত কচলান৷