Home » Photo » life-style » ব্লাড সুগার ওঠানামা করে? হৃদরোগ থেকে খুব সাবধান

ব্লাড সুগার ওঠানামা করে? হৃদরোগ থেকে খুব সাবধান

সম্প্রতি একটি সমীক্ষায় ধরা পড়েছে, টাইপ ২ ডায়াবিটিস, যাঁদের ব্লাড সুগার অসম্ভব পরিমাণে ওঠানামা করে, তাঁদের হৃদরোগের সম্ভাবনা সবচেয়ে বেশি। নতুন এই রিপোর্টটি সামনে এসেছে 'ডায়াবিটিস, ওবেসিটি অ্যান্ড মেটাবলিজম' নামের জার্নালে প্রকাশ হওয়ার পর।