বহু পরিবারে জায়গা করে নিয়েছে হৃদযন্ত্রের অসুখ। আর পরিবারের একজনের হার্টের অসুখ থাকলে বংশানুক্রমে সেই অসুখ বিস্তার করতে থাকে। তাই কয়েকটি বিষয়ে বিশেষ ভাবে সচেতন থাকা দরকার। শরীরের ওজন, রক্তচাপ, সুগারের মাত্রা, কোলেস্টেরল ইত্যাদি সব সময়ে জেনে রাখা দরকার। কারণ এই গুলির উপরেই অনেকটা নির্ভর করে আপনার হৃদযন্ত্র কেমন থাকবে।